দেশজুড়ে

৭৯ রোহিঙ্গাকে আটকের পর ক্যাম্পে হস্তান্তর

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া সদর এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে ৭৯ রোহিঙ্গাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৭। শনিবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি কার্যক্রম চালানো হয়।

Advertisement

র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, সরকারি ও বেসরকারি নানা সুযোগ সুবিধা অব্যাহত থাকলেও অনেক রোহিঙ্গা দেশের নানা জায়গায় ছড়িয়ে পড়তে চাচ্ছে। এ কারণে তারা দিনে রাতে যে যেভাবে পারে রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগের চেষ্টা চালাচ্ছে।

বিভিন্ন জায়গায় তাদের ছড়িয়ে পড়া ঠেকাতে আইনপ্রয়োগকারি সংস্থা উখিয়া ও জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যার পর টেকনাফ-উখিয়া থেকে কক্সবাজার বা দেশের অন্যান্য এলাকার উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলোতে তল্লাশি চালানো হয়। এতে যানবাহনে পাওয়া ৭৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে রাতেই তাদের কক্সবাজারের ৩৪ বিজিবির ঘুমধুম ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

Advertisement