তুরাগ নদে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
Advertisement
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার খান মো. এহসান উল আলম জানান, রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর মাউসাইট ঘাট থেকে যাত্রী তুলে পাগার ঘাটে যাওয়ার পথে তুরাগ নদের মাঝখানে পৌঁছালে পিকনিকের একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে খেয়া নৌকাটি যাত্রীসহ পানিতে তলিয়ে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠলেও কেউ কেঊ নিখোঁজ রয়েছেন। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।
টঙ্গী ফায়ার স্টেশনের তিনজন ডুবুরি নিখোঁজদের সন্ধানে রাত ১০টার দিকেও তুরাগ নদে উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে নদে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে।
প্রত্যক্ষদর্শী এক পোশাক শ্রমিক জানান, রনি নামে তার এক সহকর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে আরো কতজন নিখোঁজ রয়েছেন কিংবা আদৌ কেউ নিখোঁজ রয়েছেন কি না তা অন্ধকারের মধ্যে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। নদীর তীরে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন।
Advertisement
মো. আমিনুল ইসলাম/এআরএস