খেলাধুলা

নতুন মুখ উপহার দেয়াই লক্ষ্য সিলেট সিক্সার্সের

বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) ডামা-ঢোল আরও আগেই বেজে গিয়েছে। বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি ইতিমধ্যেই তাদের ঘর গোছানো শেষ করে ফেলেছে। বাকিরাও প্রায় শেষ করে এনেছে দল গোছানোর কাজ। প্লেয়ার্স ড্রাফটের অনেক আগেই নির্বাচন করেছে দলের আইকন। এক আসর বিরতি দিয়ে নতুন রুপে বিপিএলে যাত্রা শুরু করছে সিলেটের ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্স।

Advertisement

‘লাগলে বাড়ি...বাউন্ডারি’- এই স্লোগানকে সামনে রেখে এবার দল গুছিয়েছে সিলেট সিক্সার্স। আইকন সাব্বির, তারকা ক্রিকেটার নাসির ছাড়াও দেশি-বিদেশি ভাল মানের বেশ কিছু তারকার সমাবেশ ঘটিয়েছে দুটি পাতা, একটি কুঁড়ির দেশ।

প্রতিটি দলের যেখানে প্রথম লক্ষ্য হচ্ছে বিপিএলের শিরোপা, সেখানে সিলেট সিক্সার্সের মূল লক্ষ্য, বাংলাদেশ জাতীয় দলে সিলেট থেকে নতুন এবং ভালমানের ক্রিকেটার উপহার দেয়া। এমনটাই জাগো নিউজকে জানিয়েছেন সিলেট সিক্সার্স ফ্রাঞ্চাইজির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ।

জাতীয় দলে নতুন ক্রিকেটার উপহার দেয়া প্রসঙ্গে ইয়াসির ওবায়েদ বলেন, ‘আপনারা জানেন, আগে জাতীয় দলে সিলেট বিভাগ থেকে বেশ কিছু খেলোয়াড় ছিল । কিছুদিন হলো, এখন সে ধারাটা অনেক কমে গেছে। তো আশা করছি, আমরা যেভাবে সিলেটের মানুষকে সংযুক্ত করছি, তাতে অনেকটা সহযোগিতা হবে বয়স ভিত্তিক দলগুলোতে সিলটিদের আবার অবস্থান তৈরি করে নিতে। এর ফলে আমরা আবার জাতীয় দলে সিলেট থেকে কিছু নতুন মুখ খুব শিগগিরই দেখতে পাবো।’

Advertisement

বিপিএলের দল সমন্বয়ে এবার সিলেটের মানুষ থাকাতে বেশ সুবিধা হবে বলেই মনে করেন সিক্সার্সের প্রধান নির্বাহী। তার মতে, ‘আসলে গত বছর সিলেট ডিভিশনের কোন দল ছিল না । তো আমরা এ বছর একদম একটি নতুন দল, নতুন ম্যানেজমেন্টে, নতুন খেলোয়াড় নিয়ে টিম গঠন করেছি । আসলে প্রথমবারের মত সিলেট ডিভিশনের ফ্রাঞ্চাইজি পুরোপুরি সিলেটি লোক । ফলে এবার ফোকাসটা ছিল পুরোপুরি তাদের উপর, যারা ক্রিকেট অনুরাগী তাদের সংম্পৃক্ত করা।’

নাসির-সাব্বিরের প্রসংশাও করেন ইয়াসির ওবায়েদ। এই দুই টাইগারের প্রসংশা করতে গিয়ে তিনি বলেন, ‘সাব্বির রাহমান নিঃসন্দেহে একজন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান । তার বর্তমান টি-টোয়েন্টি র্যাংকিং ১০। যেটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। নাসির হোসেনের কথা আপনারা সবাই জানেন। তার অভিজ্ঞতা অনেক কাজে দিবে আমাদের দলের জন্য । তিনি টি-টোয়েন্টিতে অনেক ভাল ক্রিকেটার, আমরা তা জানি।’

স্থানীয় এবং বিদেশি ক্রিকেটারদের নিয়ে ব্যালেন্স দল করেছেন বলেও মনে করেন তিনি। তার মতে, ‘আসলে আপনি আমাদের দলের গঠন প্রক্রিয়াটা দেখলে বুঝতে পারবেন, আমরা ফোকাস করেছি স্থানীয় ক্রিকেটারদের দিকে। বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলাম আছেন দলে। নুরুল হাসান সোহানের মত ভালোমানের উইকেটকিপারও আছে। তাছাড়া আমরা যেভাবে স্থানীয় খেলোয়াড় নিতে পেরেছি এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় নিয়েছি, তাতে আমার মনে হয় একটি ব্যালেন্স টিম বানাতে পেরেছি।’

নিজেদের দল নিয়ে বেশ উচ্চসিত সিলেট সিক্সার্সের এই কর্মকর্তা। তিনি মনে করেন, এই দল নিয়েও ভাল ফল করা যাবে। এ প্রসঙ্গে ইয়াসির ওবায়েদ বলেন, ‘আসলে টি-টোয়েন্টিতে ভাল দল বানাতে হয়। আর আমাদের ট্যাকনিক্যাল সাইডও অনেক শক্তিশালী। আমরা আশা রাখি যে, প্রথমবারের মত এমন ব্যালেন্স টিম নিয়ে আমরা ভাল কিছু করব।’

Advertisement

এবার বিপিএল শুরু হচ্ছে সিলেট থেকে। সেদিক থেকে কিছুটা চাপ থাকবে বলেও মনে করেন নাসির-সাব্বিরদের প্রধান নির্বাহী। তার মতে, ‘আসলে আমরা যখন প্রথম সিলেটে গিয়েছিলাম, তখন তাদের (সিলেটবাসীর) মধ্যে যে এক্সাইটমেন্ট দেখেছি আমাদের দল নিয়ে, আমাদের খেলোয়াড় নিয়ে, তাতে আশা রাখি আমরা ভাল কিছু করব। আসলে অনেক লোক আমাদের সাথে যোগাযোগ করেছে দল নিয়ে। কাকে নিচ্ছি, কাকে কি করব তা নিয়েও। তবে হ্যাঁ, এটা ঠিকচাপ থাকবে। তবে আমি মনে করি এটা সাহায্য করবে আমাদের ভাল খেলতে।’

বিপিএলের পঞ্চম আসরে সিলেট সিক্সার্স স্কোয়াড

দেশি ক্রিকেটার: সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বি, আবুল হাসান রাজু, নাবিল সামাদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শরীফুল্লাহ।

বিদেশি ক্রিকেটার: রিচার্ড লেভি (সাউথ আফ্রিকা), বাবর আজম (পকিস্তান), রস হুইটলি (ইংল্যান্ড), আন্দ্রে ম্যাকআর্থি (ওয়েস্ট ইন্ডিজ), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ডেভিড জ্যাকবস (সাউথ আফ্রিকা), আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), উসমান খান (পাকিস্তান), ক্রিসমার সানতোকি (ওয়েস্ট ইন্ডিজ), লিয়াম প্লাঙ্কেট (ইংল্যান্ড), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), গোলাম মোদাচ্ছের খান (পাকিস্তান)।

এমএএন/আইএইচএস/আরআইপি