ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার দুপুর ১টায় প্রেস ক্লাব মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমা আক্তার সোমা (ডেইলি অবজারভার), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল হাসান দীপু (৭১ টিভি), আবদুল বারী (ইত্তেফাক) ও শায়খুল হাসান মুকুল (বাংলাদেশ প্রতিদিন)।সহ-সভাপতি পদে কেএম শহীদুল হক (বাসস), এমএম সালাউদ্দিন (মানবকণ্ঠ) ও মুহাম্মদ সানাউল্লাহ (ইনকিলাব) এবং সাধারণ সম্পাদক পদে ইমাম গাজ্জালী (যায়যায়দিন), আমীর হামজা চৌধুরী (নয়াদিগন্ত) ও আবুল কালাম আজাদ (আজকের পত্রিকা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল হালদার, নোমান সালমান, মাহাবুব সাইফ (৭১ টিভি) ও মুক্তাদির অনিক (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ পদে একেএম ওবায়দুর রহমান (জনকণ্ঠ) ও হুমায়ুন কবির তমাল (আলোকিত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ইমন (সমকাল) ও আফজাল হোসেন (জনকণ্ঠ)। প্রচার ও প্রকাশনায় আরিফা সুলতানা (সকালের খবর) ও এমএ মান্নান মিয়া (সময় টিভি), দফতর সম্পাদক হিসেবে আবু কাউছার খোকন ও মোহাম্মদ আবদুল অদুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লড়বেন আবুল কালাম (নয়াদিগন্ত) ও মাসুম আহাম্মদ (রূপালী)। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে অলক বিশ্বাস (ইত্তেফাক) ও এম জহিরুল ইসলাম নির্বাচন করছেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদের জন্য লড়ছেন ১৯ জন। তারা হলেন- দীপক ভৌমিক, নাসির উদ্দিন বুলবুল, জাওহার ইকবাল খান, আনজুমান আরা শিল্পী, আরিফ আবেদীন জিসান, আলম হোসেন, ইদ্রিস মাদ্রাজি, দিলরুবা খান, বিপ্লব কুমার পাল, মাইনুল শাহিদ, মো. আমিরুল ইসলাম মানিক, মোমেনা আক্তার পপি, মুরশিদুল আলম চৌধুরী, রফিক ইসলাম, লাবিব রহমান, শহীদুল আলম ইমরান, শাহ মতিন টিপু, সালাম মাহমুদ ও সিদ্ধার্থ শঙ্কর ধর। উল্লেখ্য, ঢাকার দৈনিক-অনলাইন, রেডিও-টিভি মিডিয়ার সাব-এডিটরসদের নিয়ে ২০০০ সালে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।এএইচ/এসকেডি/এআরএস/এমএস
Advertisement