প্রবাস

বৈধভাবে টাকা পাঠাতে ইতালি ব্র্যাক সাজনের পরামর্শ

বৈধপথে অর্থ পাঠান প্রিয়জনকে আর অবদান রাখুন দেশের অর্থনীতিতে এই স্লোগান নিয়ে রাজধানী রোমে ব্র্যাক সাজন ইতালি এজেন্টের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

ইতালির বিভিন্ন শহরে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে স্থানীয় কমুনের হলে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রোমের এজেন্টসহ অর্থ’ প্রেরকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক সাজন ইতালি রিলেশনশিপ ম্যানেজার আবদুল্লাহ আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. মশিয়ার রহমান, রিলেশনশিপ ম্যানেজার আল আমিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইতালি ব্র্যাক সাজন অফিস ইনচার্জ লিগ্যাল অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডভোকেট কামরুজামান, সভা প্রধান ব্র্যাক সাজন কোম্পানি লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন, ব্র্যাক সাজন গ্রাহকদের সেবার মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। গ্রাহকদের বৈধ পথে টাকা পাঠাতে আহ্বান করেন বক্তারা। সেই সঙ্গে বৈধ পথে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতেও পরামর্শ দেন। প্রযুক্তি আমাদের হাতের নাগালে তাই যেকোনো সময় যেকোনো জায়গায় খুব দ্রুত সময়ে টাকা পাঠানো সম্ভব। এছাড়া বক্তারা সবাইকে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পরামর্শদেন।

Advertisement

অ্যাডভোকেট কামরুজামান বলেন, ব্র্যাক সাজনের প্রতিষ্ঠানগুলো শিক্ষার ব্যাপারে বিপ্লব ঘটাচ্ছে। ইতালিতে গত দুই বছর ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে আমাদের এ প্রতিষ্ঠান। গ্রাহকদের অভূতপূর্ব সাড়া পেয়ে ইতালিতে এর একটি শক্ত অবস্থান সৃষ্টি হয়েছে। ফলে প্রবাসীদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি। সেজন্য এজেন্ট এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এখন মাত্র দশ মিনিটে টাকা একাউন্টে পাঠানো সম্ভব। এছাড়া যারা ভালো রেমিট্যান্স প্রেরণ করবে তাদের পুরস্কারের ঘোষণা দেন তিনি। এ সময় এজেন্টদের সুবিধা অসুবিধা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও। কমিউনিটি নেতা সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, জালালাবাদ কল্যাণ সংঘ ইতালি, বৃহত্তর সিলেট সভাপতি অলিউদ্দীন শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআরএম/আরআইপি

Advertisement