খেলাধুলা

ভালো খেলার প্রত্যয় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

মঙ্গলবার বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও তাজিকিস্তান। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশ। প্রথম খেলায় অপেক্ষাকৃত দুর্বল কিরগিজস্তানের বিপক্ষে ১-৩ গোলে হেরে যায়। তাই এই ম্যাচ থেকে পয়েন্ট তুলে নিতে মরিয়া মামুনুলরা।  এর আগে তাজিকিস্তানের সঙ্গে ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ছয় ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটি। অপর ম্যাচটি ড্র হয়। ২০১০ সালে কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপে তাজিকদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই একটি ম্যাচ থেকে অনুপ্রেরণা নিলেও সেটা ভাবতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপ বাছাইয়ের এ ম্যাচে তাজিকদের শক্তি-সামর্থ্য কেমন তা নিয়ে ধারণা নেই বাংলাদেশের। তাই এ নিয়ে চিন্তিত অধিনায়ক মামুনুল জানালেন, ‘ইউটিউবে তাদের সম্পর্কে আসলে কোনো কিছুই দেখা যায় না। তাই হোমওয়ার্ক ভালো করতে পারিনি। সর্বশেষ জর্ডানের সঙ্গে ওদের ম্যাচটা দেখে বর্তমান দল সম্পর্কে ধারণা নিচ্ছি।’ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ২৭ ধাপ এগিয়ে তাজিকিস্তান। সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৬৬তম এবং তাজিকিস্তান ১৩৯তম। তবে র্যাংকিং নিয়ে ভাবছেন না  মামুনুল। প্রতিপক্ষ সম্পর্কে জানার কমতিই চিন্তার কারন। তবে বিষয়টি মেনে নিয়েই নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছেন বলে জানালেন স্বাগতিক অধিনায়ক মামুনুল ইসলাম।কিরগিজদের সাথে হারের স্মৃতি এখনো জ্বলজ্বলে। তবে অধিনায়কের আশা তাজিকিস্তানের বিপক্ষে তার দল সেরা ফুটবলই খেলবে। কিরগিজস্তান ম্যাচের ভুলগুলো কাটিয়ে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে আশার কথা যায় হোক বাস্তবতা হলো তাজিকরা বাংলাদেশ থেকে অনেক এগিয়ে। তাদের চারজন চেক প্রজাতন্ত্রে খেলে। সব মিলিয়ে তাদের বিদেশে খেলা খেলোয়াড় সংখ্যা আট-নয়জন। আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তা রয়েই গেছে। কিরগিজদের বিপক্ষে এমিলি এনামুলরা ছিলেন নিষ্প্রভ। ডিফেন্স তুলনামূলকভাবে ভালো খেললেও দুই একটা ভুলে গোল হজম করতে হচ্ছে। অহেতুক ফাউল করা আর ৯০ মিনিট ভালো খেলে প্রায় ম্যাচেই শেষমুহূর্তে গোল খাওয়া নিয়ে কোচ কর্মকর্তাদের কপালে দুশ্চিন্তার ছাপ রয়েই গেছে। তবে এবার এমন কিছু হবেনা জানালেন স্বাগতিক অধিনায়ক।আরটি/এআরএস/এমএস

Advertisement