কয়েকটি আরব দেশ ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামালায় যোগ দেবার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে এটি নির্ভর করবে ইরাকি সরকারের অনুমোদনের ওপর বলেও জানিয়েছেন তিনি।কেরি বলেন, মধ্যপ্রাচ্যের ভেতরে এবং বাইরে থেকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক সহায়তার যে প্রতিশ্রুতি তিনি পেয়েছেন, তাতে তিনি খুবই আশাবাদী। বেশ কয়েকটি দেশ সেনা পাঠানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে বলে জানান জন কেরি।আইএস জঙ্গিদের ঠেকানো এবং ইরাকি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজ একটি সম্মেলন শুরু হবার কথা রয়েছে ফ্রান্সে।প্যারিসে সাংবাদিকদের কথা বলার সময় কেরি জানিয়েছেন, কোন দেশ কি সহায়তা দেবে সেই তথ্য এখনি তিনি সকলকে জানিয়ে দিতে চান না। তবে তিনি এটুকু স্পষ্ট করেই বলেছেন যে, বিদেশী সেনা সহায়তা এখনি তারা চান না।ব্রিটিশ একজন নাগরিককে আইএস জঙ্গিরা গতকালই শিরচ্ছেদ করে। ফলে, ব্রিটেনও ঘোষণা দিয়েছে যে, আইএস-কে ঠেকাতে যেকোন ব্যবস্থাই নিতে প্রস্তুত ব্রিটিশ সরকার।
Advertisement