খেলাধুলা

ছেলের কাছে গোল চায় না জিদান

স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা ভালো হয়নি রিয়ালের। প্রথম পাঁচ ম্যাচে দুই জয়ের বিপরীতে বাকি তিন মাচেই পয়েন্ট হারিয়ে রিয়াল। যার দুটিতে ড্র আর সবশেষ রিয়াল বেটিসের কাছে হার।

Advertisement

এবার ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে আজ দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। তবে এই ম্যাচে মাঠে নামার আগে মধুর সমসসায় পড়েছেন রিয়াল কোচ জিদান। কারণ প্রতিপক্ষ দলে যে খেলছে তারই ছেলে এনজো জিদান।

শুক্রবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিদান বলেন ‘আমরা দুজনেই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে আশা করি, এ ম্যাচে সে গোল করবে না।’

জিদান আরও বলেন, ‘আমি আমার ছেলের বিপক্ষে খেলা নিয়ে ভাবছি না। ম্যাচটি রিয়ালের বিপক্ষে আলাভেসের। আর এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।’

Advertisement

উল্লেখ্য, ২০০৪ সালে রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে যোগ দেন এনজো। এরপর রিয়াল মাদ্রিদের ‘বি’ দল এবং গত মৌসুমে সিনিয়র দলের জার্সিতে একটি ম্যাচ খেলেন। এছাড়া কোপা ডেল রে’র ম্যাচে গোলও করেন এনজো।

এমআর/এমএস