অর্থনীতি

২০১৮ সালে বন্ধ হবে পাইপ লাইনে গ্যাস সংযোগ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২০১৮ সালে পর আবাসিক এলাকায় কোনো পাইপ লাইনে গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একই সঙ্গে তিনি বলেন, যাদের বর্তমানে পাইপ লাইনে সংযোগ রয়েছে তাদের সংযোগও বন্ধ করা হবে। এ পরিকল্পনায় আমরা এগিয়ে যাচ্ছি।রোবাবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনিস্টিটিউশনে রিহ্যাবের সামার ফেয়ার-২০১৫ এর সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে আবাসিক ভবনে সাশ্রয়ী মূলে সিলিন্ডার এলপিজি বণ্টন করা হবে তাই গ্যাসের লাইন সংযোগ না রেখে এলপিজি গ্যাস সংযোগের ব্যবস্থা রেখে ভবনের নকশা তৈরি করতে হবে। তিনি বলেন, যাদের পাইপ লাইনে সংযোগ রয়েছে ১৮ সালের পর তাদেরও সংযোগ বন্ধ করা হবে।তিনি আরো বলেন, ভবিষ্যতে দেশে গ্যাস সংকট দেখা দিতে পারে। উন্নত দেশে যেখানে গ্যাসের দাম ৭-৮ ডলার সেখানে আমাদের দেশে মাত্র ২ ডলার। এ জন্য সবাইকে গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।নসরুল হামিদ বলেন, আবাসিক ভবনগুলোতে বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি প্রয়োজন। আমরা যেখানে বিদ্যুৎ নেই সেখানে বিদ্যুৎ দেবো। সেটা সোলারের মধ্যে হোক আর অন্য যেকোনো উপায়ে হোক। আপনারা সোলালের দিকে আগ্রহী হোন।জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমার কাছে প্রতিনিয়ত অভিযোগ আসে আপনারা জমি নিয়ে সময় মতো গ্রাহকদের কাছে ফ্ল্যাট হস্তান্তর করেন না। এ বিষয়টা দেখা দরকার। উন্নত দেশে যদি মাত্র ১৯ দিনে বহুতল ভবন নির্মাণ করা সম্ভব হয় তাহলে আমাদের দেশে কেন আপনারা পাঁচ বছরেও ভবন নির্মাণ করতে পারছেন না? সময় মতো ফ্ল্যাট ডেলিভারি করে গ্রাহকদের আস্থা ফিরে আনতে হবে। এখন থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুই বছরের মধ্যে ভবন নির্মাণ কাজ শেষ করতে হবে।প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে কনস্ট্রাকশন ফি বেশি। আইন তৈরি করে এসবের সমস্যা সমাধান করতে হবে। পলিসি মেকিংয়ের সভাগুলোতে আপনাদের প্রেজেন্টেশন উপস্থাপন করে সবার আস্থা তৈরি করতে হবে। না হয় কীভাবে আপনারা সরকারের প্রণোদনা পাবেন?প্রতিমন্ত্রী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) হুঁশিয়ারি দিয়ে বলেন, অনেকেই আবাসিক ভবনের অনুমোতি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এমন অভিযোগ আমাদের কাছে আসলে আমরা বিদ্যুতের সংযোগ ভিচ্ছিন্ন করে দেবো। অবৈধ বিদ্যুতের সংযোগের কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, আমাদেরকে ভূমিকম্প নিরোধ পরিবেশবান্ধব গ্রিন থিমে ভবন নির্মাণ করতে হবে। সম্প্রতি ভূমিকম্পের কারণে কিছু কিছু দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা যাতে আর না হয় সে জন্য ইমারত নির্মাণ আইনের প্রতিটি ধারা ও উপ-ধারা মেনে নির্মাণ করতে হবে। তাহলে জনগণের ভীতি দূর হবে।এসআই/বিএ 

Advertisement