দেশজুড়ে

রোহিঙ্গাদের জন্য সৌদির ৯৪ টন ত্রাণ চট্টগ্রামে

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য এবার ৯৪ টন ত্রাণ পাঠিয়েছে সৌদি আরব।

Advertisement

শুক্রবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর হাতে সৌদি দূতাবাসের কর্মকর্তা আমির ওমর সেলিম এসব ত্রাণ হস্তান্তর করেন।

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাবিবুর রহমান। পাঠানো ত্রাণের মধ্যে আছে চিনি, ময়দা, খেজুর, তাবু, কম্বলসহ বিভিন্ন পণ্য।

এর আগে মিয়ানমারের শরণার্থীদের জন্য মরক্কো, ভারত, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ত্রাণ আসে।

Advertisement

সম্প্রতি মিয়ানমারে কয়েকটি পুলিশ চেকপোস্টে হামলার ঘটনায় দেশটিতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে সেনাবাহিনী। ওই ঘটনার পর থেকেই মিয়ানমারের সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে ‘শুদ্ধি অভিযান’র নামে রাখাইন রাজ্যে নিরীহ মানুষের ওপর বর্বর নির্যাতন, হত্যা, ধর্ষণ ও বাড়িঘরে আগুন দেয়ার মতো ঘটনা ঘটায়। এ ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা চার লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে।

বিএ/এমএস