‘নারীরা বোকা এবং গাড়ি চালানোর জন্য তাদের যথেষ্ট বুদ্ধি নেই’ বলে সৌদি আরবে শেখ সাদ আল হাজারি নামে এক ইমাম নিষিদ্ধ হয়েছেন।
Advertisement
সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে নারীদের নিয়ে এমন মন্তব্য করেন তিনি। সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশের একটি ধর্মীয় সংগঠনের প্রধান শেখ হাজারি।
ওই ইমাম নারীদের সম্পর্কে আরও বলেন, ‘নারীদের মাথায় এমনিতেই অর্ধেক বুদ্ধি, আর কেনাকাটার পর তাদের মাত্র ২৫ শতাংশ বুদ্ধি বজায় থাকে।’
তার এই মন্তব্যের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
Advertisement
এই প্রেক্ষাপটে আসির অঞ্চলের গভর্নর শেখ হাজারিকে ধর্মপ্রচার এবং অন্য যে কোনো ধরনের ধর্মীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেন।
বিএ/এমএস