জাতীয়

সংসদে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ বিল পাস

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০১৪ সংসদে পাস করা হয়েছে। রোববার জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিলটি পাসের প্রস্তাব করলে তা পাশ হয়।বিলে বিদ্যমান আইনের ধারা ৮ এর ১ উপ-ধারার পরিবর্তে পরমাণু শক্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে পর্যাপ্ত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিগণের মধ্য থেকে কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যগণ নিযুক্ত হবেন এই উপ-ধারা প্রতিস্থাপন করা হয়েছে।এ উপ-ধারায় বলা হয়েছে, তবে শর্ত থাকে যে, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণের মধ্য থেকে একজন সদস্য নিয়োগ করা যাবে।অন্যদিকে জাতীয় পার্টির বেগম রওশন আরা মান্নান, স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী, হাজী মো. সেলিম, বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধন প্রস্তাব আনলে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

Advertisement