খেলাধুলা

৫ রান করেই উঠে গেলেন তামিম!

বাংলাদেশ ক্রিকেট দল ১৬ তারিখ দু’ভাগ হয়ে যখন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা হয়, তখন সঙ্গে ছিলেন না তামিম ইকবাল। তিনি যে তখনও পাকিস্তানে! বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে ইন্ডিপন্ডেন্স কাপ খেলতে গিয়েছিলেন বাংলাদেশের এই ওপেনার। দেশে ফিরে এসে তিনি একাই দক্ষিণ আফ্রিকায় গিয়ে দলের সঙ্গে যোগ দেন গতকাল (বুধবার)।

Advertisement

বেনোনিতে পৌঁছার পর বিশ্রাম নেয়ারই সুযোগ পেলেন না। আজ মাঠে নেমে যেতে হলো তাকে। বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের একাদশে রয়েছেন তামিমও।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। সৌম্য সরকারকে নিয়ে ইনিংস ওপেন করতে নামেন তামিম ইকবাল। কিন্তু ম্যাচের পঞ্চম ওভারেই ইচ্ছা করে মাঠ ছাড়েন তিনি। ক্রিকেটীয় ভাষায় যাকে বলে রিটায়ার্ড হার্ট। কিন্তু সত্যিকারের আহত কিংবা ইনজুরি- কোনোটারই শিকার হননি তিনি। তবুও মাঠ ছেড়ে উঠে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

এর মূল কারণ হচ্ছে, আগেরদিন বেনোনিতে পৌঁছার পর আজ খেলতে নামা এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়া। একই সঙ্গে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার বিষয়টাও রয়েছে। তামিম সেটা করারও সুযোগ পাননি। এ কারণেই মূলতঃ মাত্র ৫ ওভার খেলা হওয়ার আগেই মাঠ ত্যাগ করেন তামিম।

Advertisement

মাঠ ছেড়ে উঠে যাওয়ার আগে ১৩ বল মোকাবেলা করেন বাংলাদেশ দলের এই ওপেনার। রান করেন ৫। একটি বাউন্ডারির মারও রয়েছে তার ইনিংসে। এ রিপোর্ট লেখার সময় (বিকাল ৪টা ২৫ মিনিট), বাংলাদেশের রান ২ উইকেট হারিয়ে (তামিমের রিটায়ার্ড হার্ট হওয়া ছাড়া) ৯২। ৪৩ রান করে আউট হয়েছেন সৌম্য সরকার। ইমরুল কায়েস করেছেন ৩৪ রান। মুমিনুল হক রয়েছেন ৭ রানে।

বাংলাদেশ দলের হয়ে এই প্রস্তুতি ম্যাচে খেলছেন: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

আইএইচএস/আইআই

Advertisement