আন্তর্জাতিক

বিশ্ব রাজনীতিতে নতুন ‘দুর্বৃত্ত’ ট্রাম্প

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন। ওই ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় জবাব দিয়েছেন। খবর বিবিসির।

Advertisement

গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে পরমাণু চুক্তি হয়েছিল তার সমালোচনা করেন।

ট্রাম্প বলেন, যে কয়েকটি দেশের শাসক গোষ্ঠী দুর্বৃত্ত, ইরান তাদের মধ্যে একটি। ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক বলেও উল্লেখ করেন তিনি।

হাসান রুহানি জাতিসংঘের ভাষণে ট্রাম্পকে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ‘দুর্বৃত্ত’ বলে পাল্টা কড়া জবাব দিলেন। তবে ট্রাম্প যদি এই চুক্তি ভেঙে দেন তবে তা খুব দুঃখজনক হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

Advertisement

২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানির সঙ্গে বারাক ওবামার শাসনামলে হওয়া ওই পরমাণু চুক্তির সমালোচনা করেছেন ট্রাম্প।

টিটিএন/পিআর