ক্যাম্পাস

অবশেষে শাবির ছাত্র হলের ডাইনিং চালু

 

অবশেষে ক্যাম্পাস খোলার দুই সপ্তাহ পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে ডাইনিং চালু হয়েছে। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের হস্তক্ষেপে বৃহস্পতিবার সকাল থেকেই ডাইনিং চালু হয় বলে জানা যায়।

Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম ডাইনিং চালুর বিষয়টি নিশ্চিত করেন।

ঈদের ছুটি শেষে গত ১০ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাস খুললেও ম্যানেজার ও বাবুর্চিরা খাবারের দাম বৃদ্ধির দাবিতে ডাইনিং বন্ধ রাখে। তাছাড়া ডাইনিং খোলার জন্য প্রভোস্টদের তৎপরতাও লক্ষ্য করা যায়নি। এনিয়ে গত ১৯ সেপ্টেম্বর জাগো নিউজে ‘দুই সপ্তাহেও চালু হয়নি শাবির ডাইনিং, দুর্ভোগে শিক্ষার্থীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এদিকে শাহপরান হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক শাহেদুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভোস্টদের মিটিং সাপেক্ষে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ২২ টাকা মিলরেটে ডাইনিং চালু হবে। এর আগে হল প্রশাসন অনুমোদিত মিলরেট ছিল ১৮ টাকা।

Advertisement

আব্দুল্লাহ/এফএ/আরআইপি