নিশ্চিত ড্রয়ের পথ এগিয়ে যাওয়া ফতুল্লা টেস্টকে জমিয়ে তুলছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাদের ব্যর্থতায় ফলোঅনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। পঞ্চম দিনের শুরু থেকেই নিয়মিত উইকেট খুইয়ে চাপে পড়েছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৩৬। ফলোঅন এড়াতে টাইগারদের আরও প্রয়োজন ২৭ রান।চা বিরতির পর রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগস্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৪৪ রানে ফিরে গেছেন লিটন দাস। এর আগে রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগস্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯ রানে ফিরে গেছেন শুভাগত হোম। তারও আগে বরুন অ্যারুনের বল অফসাইডে ড্রাইভ করতে গিয়ে পরিষ্কার বোল্ড হয়ে ফিরে গেছেন সৌম্য সরকার। সাজঘরে ফেরার আগে তিনি ৫৪ বলে ৩৭ রান করেন। হরভজন সিংয়ের বলে এগিয়ে খেলতে গিয়ে লাইন মিস করেন শুরু থেকে সাচ্ছন্দে খেলতে থাকা ইমরুল কায়েস। সুযোগ কাজে লাগিয়ে নিতে কোন ভুল করেননি উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। ১৩৯ বলে খেলে ৭২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সকালে রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান। ১৫ বলে ৯ রান করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে বেলা পৌনে ১টায় আবার মাঠে নেমেছে দুই দল। সকাল থেকেই কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেন্টার উইকেটসহ মাঠের বেশিরভাগ অংশ। তবে শনিবার রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা খুব ভালো নয় বলে জানিয়েছিলেন পর্যবেক্ষকরা। তাই পঞ্চম দিনের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। শেষ দিনের খেলাতে বৃষ্টির হামলায় আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় প্রথম সেশনে এক বলও মাঠে গড়ায়নি। সকালে বৃষ্টি হওয়ায় পঞ্চম দিনের খেলা না হবার শঙ্কা ছিলো। তবে বৃষ্টি থেমে যাওয়ায় মাঠকে খেলার উপযোগী করার চেষ্টা করে যাচ্ছেন গ্রাউন্ডসম্যানরা। এর আগে সকাল ১১.৩০টায় মাঠ পরিদর্শন করে আম্পায়াররা দুপুর পৌনে একটায় খেলা শুরুর ঘোষণা দেন। টেস্টের চার দিনেও দুই দলের একটি করে ইনিংস শেষ হয়নি। তাই ফলের আশা ছেড়েই দিয়েছে ভারত।
Advertisement
আরটি/এমআর/এলএ