ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘খাঁচা’ ছবিটি ২০১১-১২ সালে সরকারি অনুদানপ্রাপ্ত। এর কাজ শুরু হয়েছিল ২০১৫ সালের শেষ দিকে। দীর্ঘ পরিক্রমায় শেষ হয়েছে দৃশ্যধারণের কাজ। পেয়েছে সেন্সরও। এবার মুক্তির পালা। ‘খাঁচা’ মুক্তি পাচ্ছে ২২ সেপ্টেম্বর।
Advertisement
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত ‘খাঁচা’ গল্প অবলম্বনে নির্মাণ হয়েছে চলচ্চিত্রটি। আকরাম খান পরিচালিত এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম এবং পরিচালক আকরাম খান দুজনে মিলে। এতে জয়া ছাড়াও অভিনয় করেছন আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কায়েস চৌধুরী, শিশুশিল্পী পিদিম ও অতিথি চরিত্রে দেখা যাবে রাণী সরকারকে।
গেল ৩১ আগস্ট চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পায়। এটি আনকাট সেন্সর পেয়েছে। ২০১১-১২ সালে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি নির্মাণে দীর্ঘসূত্রতা প্রসঙ্গে নির্মাতা আকরাম খান বলেন, ‘আমার প্রথম ছবি ‘ঘাসফুল’ নির্মাণ শেষ করতে গিয়ে ‘খাঁচা’র নির্মাণ কাজ শুরু করতে কিছুটা দেরি হয়। আর অনুদানের টাকায় তো পুরো ছবি নির্মাণ সম্ভব নয়। ফলে নতুন করে অর্থায়ন করতেও কিছুটা সময় লাগে। শিল্পীদের শিডিউলও একটা ব্যাপার ছিলো। সবকিছু মিলিয়ে দেরিতেও হলেও ছবিটি আমরা মুক্তি দিতে পারছি এটাই আনন্দের।’
Advertisement
চলচ্চিত্রটিতে ব্যবহৃত দুটি গানে খালি গলায় কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগরিকা জাহান। ‘খাঁচা’ ছবির শুটিং হয়েছে নড়াইলের লোহাগড়ার ইতনা, মুন্সিগঞ্জের দোহার ও নাটোরে।
১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ববঙ্গের হিন্দু পরিবারগুলোর ভারতে পাড়ি জমানোর গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনী। সিনেমার গল্পে দেখা যাবে, অম্বুজাক্ষের পরিবার তাদের বসত-ভিটা বিক্রি করে দিয়ে ভারতে চলে যেতে চায়। ভারত থেকে আসা মুসলিম পরিবারগুলো অম্বুজাক্ষদের বাড়ি কিনতে এসে ফিরে যায়। অম্বুজাক্ষ স্বপ্ন দেখে, ভারতে গেলে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। তার দিনবদলের স্বপ্নরাই ফুটে উঠেছে ছবিটিতে।
এলএ
Advertisement