রাজনীতি

আওয়ামী লীগ আর গণতন্ত্রে ফিরতে পারবে না : রব

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ.স.ম আবদুর রব ক্ষমতাসীন দলের সমালোচনা করে বলেছেন, ‘আওয়ামী লীগ অবাধ নির্বাচন, জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র, এসবে আর কোনদিনই ফিরতে পারবে না। এসব পথ আওয়ামী লীগের জন্য রুদ্ধ হয়ে গেছে। এজন্য নতুন রাজনৈতিক শক্তি, বিকল্প শক্তি বা তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।’রোববার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-২০১৬ অর্থ বছরের জাতীয় বাজেট এর উপর জেএসডি’র উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘উন্নয়নের দোহাই দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার হরণ করা আইয়ুব খান মডেল। যা অনেক আগেই জনগণ প্রত্যাখান করেছে। আওয়ামী লীগ এখন আইযুবের অনুসারী। যে আইয়ূব খানকে আমরা ছুঁড়ে ফেলেছি।’আ.স.ম আবদুর রব বলেন, ‘জনগণের অনুমোদন ছাড়া রাষ্ট্র পরিচালনাই হচ্ছে স্বৈরশাসন। জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করার এখতিয়ার কারো নেই।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেএসডি সহ-সভাপতি এম এ গফরান, সাংগঠনিক সম্পাদক জিয়া খান, আবদুর রাজ্জাক, সুলতান আহমেদ প্রমুখ।এসকেডি/এমএস

Advertisement