মালয়েশিয়ার সোনার মেয়ে ফারহা অ্যান আব্দুল হাদি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করে মালয়েশিয়ার সি গেমসে সোনা জিতেছেন তিনি। তবে এই সাফল্যে দেশে সংবর্ধনার বদলে ফারহার কপালে জুটছে তিরস্কার। কারণ তিনি যে কস্টিউম পরে জিমনাস্টিক্স করেছিলেন সেটাতে নাকি সবাইকে তার নারীত্ব দেখানো হয়েছে।সি গেমসে জিমন্যাস্টিক্স ইভেন্টে সোনার পাশাপাশি আরো তিনটি ব্রোঞ্জ এবং একটি রৌপ্যপদকও জেতেন এই একুশ বছর বয়সী জিমন্যাস্ট। কিন্তু জিমন্যাস্টিক্সের যে কস্টিউম পরে তিনি এতে অংশ নেন, তা নিয়েই যত বিপত্তি।ফারহা তার ফেসবুক পেজে কস্টিউম পরা ছবি আপলোড দেবার পরই সমালোচনা শুরু হয়। সমালোচনাকারীদের বক্তব্য এটা নারীত্বের অপমান। কেউ লিখেছেন, `এসব দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। পোশাক দেখে বোঝার উপায় নেই, কে মুসলমান আর কে নয়। এসব পোশাক দেখে লজ্জা হয়। এতে শরীর দেখা যাচ্ছে! এরা তো বিধর্মীদের থেকেও অধম।` একজন আবার উপদেশের ভঙ্গিতে লিখেছেন, `একদিন ফারহা নিশ্চয়ই তার ঔরত ঢাকবেন এবং তার অনুশোচনা হবে।` একজন তো আর একধাপ এগিয়ে পরিষ্কার ঘোষণাই করলেন, `এমন মেয়ে আমার স্ত্রী হওয়ার যোগ্য নয়।` তবে শুধু সমালোচনার বাণে বিদ্ধ করা নয়, ফারহার পক্ষেও কথা বলেছেন কেউ কেউ। খেলাধুলার সাথে ধর্মকে না মেলাতে তথাকথিত মৌলবাদীদের একহাত নিয়েছেনও তারা। একজন লিখেছেন, `জানতাম না যে মালয়েশিয়ায় এত তালিবান বাস করে।` আরও একজন লিখেছেন, `ফারহা তোমায় অভিনন্দন জানাই। তুমি দেশের মুখ উজ্জ্বল করেছ। এই মুর্খদের কথায় কান দিও না। তোমার সাফল্যে আমরা সকলে গর্বিত।` সুত্রঃ দ্যা মালয়মেইল আরটি/এমএস/এসআরজে
Advertisement