জাতীয়

বুধবার গণফ্রন্ট ও গণফোরামের সঙ্গে ইসির সংলাপ

ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার (২০ সেপ্টেম্বর) গণফ্রন্ট ও গণফোরামের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টায় গণফ্রন্ট এবং বিকেল ৩টায় গণফোরামের সঙ্গে সংলাপ করবে কমিশন।

Advertisement

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন।

এছাড়া আগামী ২ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ, বিকেল ৩টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে মতবিনিময় করবে ইসি। ৪ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ৫ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিকেল ৩টায় জাকের পার্টি এবং ৮ অক্টোবর বেলা ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বিকেল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপে বসবে ইসি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারাবাহিকতায় এ বৈঠক।

Advertisement

গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে ইসি। ২৪ আগস্ট থেকে দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে।

এইচএস/জেএইচ/এমএস