বৃষ্টির কারণে রোববার সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা অনুষ্ঠিত হয়নি। তবে বেলা পৌনে ১টায় আবার মাঠে নেমেছে দুই দল। সকাল থেকেই কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেন্টার উইকেটসহ মাঠের বেশিরভাগ অংশ। তবে শনিবার রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা খুব ভালো নয় বলে জানিয়েছিলেন পর্যবেক্ষকরা। তাই পঞ্চম দিনের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। শেষ দিনের খেলাতে বৃষ্টির হামলায় আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় প্রথম সেশনে এক বলও মাঠে গড়ায়নি। সকালে বৃষ্টি হওয়ায় পঞ্চম দিনের খেলা না হবার শঙ্কা ছিলো। তবে বৃষ্টি থেমে যাওয়ায় মাঠকে খেলার উপযোগী করার চেষ্টা করে যাচ্ছেন গ্রাউন্ডসম্যানরা।এর আগে সকাল ১১.৩০টায় মাঠ পরিদর্শন করে আম্পায়াররা দুপুর পৌনে একটায় খেলা শুরুর ঘোষণা দেন । টেস্টের চার দিনেও দুই দলের একটি করে ইনিংস শেষ হয়নি। তাই ফলের আশা ছেড়েই দিয়েছে ভারত। অন্যদিকে, শেষ দিন ভালো ব্যাটিং করে ওয়ানডে সিরিজের জন্য আত্মবিশ্বাস নিতে চায় বাংলাদেশ। ৬ উইকেটে ৪৬২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ৩ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। ইমরুল কায়েস ৫৯ ও সাকিব আল হাসান শূন্য রানে ব্যাট করছেন। # ফতুল্লা টেস্ট শুরু পৌনে ১টায়আরটি/এমএস
Advertisement