দুই দিন বিরতির পর জাতীয় সংসদের মুলতবি বৈঠক বসছে আজ রোববার। এদিন বিকেল সাড়ে পাঁচটায় বৈঠক শুরু হবে। জাতীয় সংসদের এই ষষ্ঠ ও বাজেট অধিবেশন ১ জুন শুরু হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ জুন বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করেন। সংসদ সূত্র জানায়, রোববার অর্থ বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিষয়ে প্রশ্নোত্তর পর্ব রয়েছে। তবে সময় স্বল্পতার জন্য এসব বিভাগের প্রশ্ন টেবিলে উত্থাপিত হবে। এরপর শুরু হবে বাজেটের উপর সাধারণ আলোচনা। সংসদের বৈঠক রমজানের পূর্বে প্রতিদিন বিকেল ৫-৩০ মিনিটে শুরু হবে। রমজানের সময় সকাল ১০-৩০ মিনিটে অধিবেশন শুরু হয়ে দুপুর ২-৩০ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া আগামী ২০ ও ২৭ জুন শনিবারেও অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। চলতি এই অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে।এইচএস/এআরএস/এমএস
Advertisement