অর্থনীতি

টিস্যু পেপার উৎপাদন করবে হাক্কানি পাল্প

পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের কোম্পানি হাক্কানি পাল্পের পরিচালনা পর্ষদ বিএমআরই এবং টিস্যু প্রজেক্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি গ্লোসি, অফসেট ও টিস্যু পেপার উৎপাদন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র জানায়, এতে কোম্পানির প্রতিদিন ৬০ টন উৎপাদন ক্ষমতা বাড়বে। আর এই প্রকল্প বাস্তবায়নের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ৪২ কোটি ২৫ লাখ টাকা সোস্যাল ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেবে। ঋণ নেয়ার বিষয়টি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করেছে।  এছাড়া পর্ষদ সভায় সিদ্ধান্ত হয়েছে যে, কোম্পানিটি বর্জ্য শোধনাগার প্রকল্পের(ইটিপি)আধুনিকায়ন করবে। এতে দিনে কোম্পানির ১২০০ ঘন মিটার বর্জ্য শোধন করা সম্ভব হবে । জানা গেছে, এই প্রকল্পের জন্য কোম্পানির মোট ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় হবে। আর কোম্পানিটি নিজস্ব তহবিল থেকে এই অর্থের যোগান দেবে। এসআই/এএইচ/এমএস

Advertisement