বৃষ্টি শেষে আবার শুরু হচ্ছে ফতুল্লা টেস্টের পঞ্চম দিনের খেলা। তবে আউট ফিল্ড ফেজা থাকায় খেলা শুরু হবে পৌনে ১টায়। মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা এমনটাই জানিয়েছেন। এর আগে রোববার সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামলে সকাল ১০টা ৪০ মিনিটে আম্পায়াররা প্রথমবার মাঠ পর্যবেক্ষণ করেন। সে সময় মাঠ থেকে দ্রুত পানি সরে গেলেও আউটফিল্ড কিছুটা ভেজা ছিল। এরপর ১১টা ৪০ মিনিটে দ্বিতীয়বার মাঠ পর্যবেক্ষণ করে দুপুর পৌনে একটায় খেলা শুরুর সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এর আগে টেস্টের চার দিনেও দুই দলের একটি করে ইনিংস শেষ হয়নি। তাই ফলের আশা ছেড়েই দিয়েছে ভারত। অন্যদিকে, শেষ দিন ভালো ব্যাটিং করে ওয়ানডে সিরিজের জন্য আত্মবিশ্বাস নিতে চায় বাংলাদেশ। ৬ উইকেটে ৪৬২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ৩ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। ইমরুল কায়েস ৫৯ ও সাকিব আল হাসান শূন্য রানে ব্যাট করছেন।# বৃষ্টির কারণে অনিশ্চিত পঞ্চম দিনের খেলা এমআর/এমএস
Advertisement