খেলাধুলা

এক মাসেই নেইমারের লাখো জার্সি বিক্রি

ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে গ্রীষ্মকালীন দলবদলে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। আর নতুন এই ক্লাবে যোগ দেওয়ার পর মাত্র এক মাসেই ব্রাজিলিয়ান এই তারকার এক লাখ ২০ হাজার জার্সি বিক্রি করেছে ক্লাবটি। আর জার্সি বিক্রি থেকে প্রায় ৮.৮ মিলিয়ন ইউরো আয় করেছে পিএসজি।

Advertisement

এদিকে নেইমারের পর মোনাকো থেকে এমবাপের পিএসজিতে যোগ দেয়ার পর জার্সি বিক্রির পরিমাণ আরও বেড়ে যায়। সব মিলিয়ে গত মৌসুমের চেয়ে এবার পিএসজির জার্সি বিক্রি প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদন অনুযায়ী, যে হারে জার্সি বিক্রি হচ্ছে তাতে আগামী দুই মাস সমর্থকদের চাহিদা পূরণ করা সম্ভব নয়।

উল্লেখ্য, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়ে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেনও সমান পাঁচটি।

এমআর/আরআইপি

Advertisement