নেপালের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ কাপে অংশ নিতে জাতীয় কাবাডি দল মঙ্গলবার কাঠমান্ডু যাচ্ছে। ১২ খেলোয়াড়ের সঙ্গে কর্মকর্তা তিনজন, কোচ আবদুল জলিল।
Advertisement
চারজাতির টুর্নামেন্টের অন্য দুটি দল ভারত ও শ্রীলঙ্কা। আগামী ২১ থেকে ২৩ সেপ্টম্বর অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার ফিকশ্চার এখনও হয়নি। ম্যানেজার্স মিটিংয়ে ঠিক হবে বাংলাদেশ কবে কার সঙ্গে খেলবে।
এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ১০ আগস্ট থেকে ২২ খেলোয়াড় নিয়ে আবাসিক ক্যাম্প করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দেড় মাস প্রস্তুতির পর চুড়ান্ত দল করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
তবে এ প্রস্তুতি কেবল নেপালের জন্যই নয়। চোখ আরো দুরে ফেডারেশনের। ফেডারেশনের যুগ্ম সম্পাদক গাজী মো. মোজাম্মেল হক বলেছেন, 'আগামী বছরের এশিয়ান গেমস ও ২০১৯ বিশ্বকাপ লক্ষ্য ধরে প্রস্তুতি নেয়া হচ্ছে।’
Advertisement
আরআই/আইএইচএস/বিএ