শিক্ষা

পরীক্ষা ছাড়াই স্নাতকে ভর্তি

স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আলাদা কোনো পরীক্ষা হবে না বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ। শনিবার বিশ্ববিদ্যালয়ের ১৭তম বার্ষিক অধিবেশনে এ কথা জানান তিনি।তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আলাদা কোনো পরীক্ষা হবে না। এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এ সময় অর্ধ-শতাধিক সিনেট সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংসদ সদস্য, কলেজের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।এসকেডি/এমএস

Advertisement