খেলাধুলা

দুই বছর গাড়ি চালাতে পারবেন না রুনি

মাদকাসক্ত অবস্থা গাড়ি চালানোর শাস্তি পেলেন ইংলিশ ফুটবলার ওয়েন রুনি। আগামী দুই বছর গাড়িই চালাতে পারবেন না তিনি। একই সঙ্গে ১০০ ঘণ্টা বিনা পারিশ্রমিকে কাজ করে দিতে হবে তাকে।

Advertisement

রুনি নিজেই দোষ স্বীকার করে নিয়েছেন। স্বীকারোক্তিতে তিনি বলেছেন, তার গর্ভবতী স্ত্রী এবং তিন ছেলে সন্তানকে নিয়ে নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালিয়েছিলেন। সেপ্টেম্বরের ১ তারিখ, রাত ২টার ঘটনা এটি। বেপরোয়া গতি দেখে পুলিশই রুনিকে থামিয়ে দেন।

এ সময় তাকে গ্রেফতার করা হয়। যদিও শেষে জামিনে মুক্তি পান। অবশেষে আদালতের শুনানিতে নিজের দোষ স্বীকার করেন রুনি। একই সঙ্গে ক্ষমা প্রার্থনাও করেন তিনি। ক্ষমা প্রার্থনার বিষয়ে একটি বিবৃতিও প্রদান করেন তিনি। রুনি বলেন, 'মেজিস্ট্রেট কোর্টে আমি সাধারণ ক্ষমা চেয়েছি। কারণ, আমি নির্ধারিত সীমার চেয়ে অবৈধভাবে অতিরিক্ত গতিতে গাড়ি ড্রাইভ করছিলাম। এটা ছিল সম্পূর্ণ ভুল। আমার পরিবার, ম্যানেজার এবং চেয়ারম্যানের কাছেও ক্ষমা চেয়েছি আমি।'

আইএইচএস/আইআই

Advertisement