শিক্ষিত, স্বাধীনচেতা, আত্মবিশ্বাসী, প্রতিবাদী, সুন্দরী এক তরুণী জয়িতা। যে ভাঙবে তবু মচকাবে না। পিতৃহীন সংসারে মা সেলিনা ও ছোট বোন জায়রাকে নিয়ে তার বাস। সদ্য পড়াশোনা শেষ করে জয়িতা একটি বইয়ের দোকানে চাকরি করে। আভিজাত্য না থাকলেও অভাব নেই সংসারে। সুন্দর চলে যাচ্ছিল তাদের দিন।
Advertisement
হঠাৎ করেই একটি প্রভাবশালী মহল ওদের বাড়িটি দখল করার পাঁয়তারা শুরু করে। নানাভাবে হুমকি-ধামকি দিয়ে তটস্থ করতে চায় ওদের। রুখে দাঁড়ায় জয়িতা। শুরু হয় তুমুল স্নায়ুবিক লড়াই।
এটি একটি ধারাবাহিক নাটকের গল্প। নাম ‘মন ছুঁয়েছে মন’। যেটি আগামী ২২ সেপ্টেম্বর ৫০ পর্বে পৌঁছবে।
এতে জয়িতার ভূমিকায় দেখা যাবে লাক্সতারকা অপর্ণা ঘোষকে। মানিক মানবিকের চিত্রনাট্য ও পরিচালনায় আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ, কাজী নওশাবা, নিমা রহমান, প্রাণ রায়, শানারেই দেবী শানু, সাবেরী আলম, মামুন অপু, মনা সিদ্দিক ও কেয়া চৌধুরী।
Advertisement
নাটকটি এসএ টিভিতে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হয়।
এনই/এলএ/আইআই