জাতীয়

চালের দাম নিয়ন্ত্রণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চালের দাম নিয়ন্ত্রণে আনতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ গণ ঐক্য পার্টি। এ সময়ের মধ্যে দাম নিয়ন্ত্রণে না আসলে খাদ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয়া হয়েছে।

Advertisement

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণ ঐক্যের উদ্যোগে ‘চাল নিয়ে চালবাজি বন্ধে’র দাবিতে নাগরিক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে চালের দাম নিয়ন্ত্রণে না আসলে খাদ্য মন্ত্রণালয় ঘেরাও করা হবে। যে সময় বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুতে তোলপাড় চলছে ঠিক সেই মুহূর্তে সিন্ডিকেট করে কালোবাজারিরা চালের বাজারে আগুন লাগিয়ে দিয়েছেন। মোটা চালও ৫০-৫৫ টাকায় কিনতে হচ্ছে। নাজিরশাইর বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা। যেভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে এভাবে চলতে থাকলে দেশে দুর্ভিক্ষ আসতে বেশি সময় লাগবে না।

তারা ব্যর্থতার দায়ভার নিয়ে খাদ্যমন্ত্রীকে পদত্যাগেরও আহ্বান জানান।

Advertisement

সংগঠনের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার সমিতির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাগো গার্মেন্টস ফেডারেশনের সভাপতি সুলতান বাহার, মায়া আক্তার, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট সাদিকুর মিয়া তালুকদার, বাংলাদেশ যুব ঐক্যের সমন্বয়কারী ওমর ফারুক সেলিম, হকার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাইফুর রহমান প্রমুখ।

এএস/জেডএ/এমএস