আইন-আদালত

কানাডা থেকে জাপান গেলেন প্রধান বিচারপতি

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে কানাডা সফররত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা জাপানে যাচ্ছেন।

Advertisement

কানাডায় ব্যক্তিগত সফর শেষে সেখান থেকে জাপানে অনুষ্ঠিত ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ সম্মেলনে যোগ দিতে সোমবার কানাডা ত্যাগ করেন তিনি।

১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টোকিওতে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার কথা রয়েছে প্রধান বিচারপতির।

এ বিষয়ে প্রধান বিচারপতি একান্ত সচিব মো. আনিসুর রহমান জাগো নিউজকে জানান, কানাডায় ব্যক্তিগত সফর শেষে প্রধান বিচারপতির আজ দুপুরের দিকে জাপানে পৌঁছার কথা রয়েছে। সম্মেলন শেষে দেশে ফিরবেন তিনি।

Advertisement

এরআগে সম্মেলনে যোগদানের অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহাকে চিঠি দেন জাপানের প্রধান বিচারপতি। ওই অনুরোধে সাড়া দিয়ে ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন এস কে সিনহা।

কানাডায় বসবাসরত অসুস্থ মেয়েকে দেখতে গত ৮ সেপ্টেম্বর রাতে কানাডা যান প্রধান বিচারপতি। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন।

এফএইচ/এসআর/আইআই

Advertisement