ফুটবল খেলাকে কেন্দ্র করে বাস চালককে মারধর ও হুমকীর প্রতিবাদে ধর্মঘট ডেকেছে শেরপুরের নালিতাবাড়ী বাস টার্মিনালের শ্রমিকরা। ধর্মঘটের কারণে গত শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকার সাথে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আর এতে দুর্ভোগে পড়েছে ঢাকাগামী যাত্রীরা।নালিতাবাড়ী বাস মালিক ও শ্রমিকরা জানায়, গত শুক্রবার বিকেলে নালিতাবাড়ীর তারাগঞ্জ হাইস্কুল মাঠে বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’ নালিতাবাড়ী ও নকলা উপজেলার প্রতিনিধিদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সহকারী রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুইপক্ষের খেলোয়ার ও সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা এমনকি হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী অসিম পরিবহন নকলায় আটকে চালককে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ফারিয়া নকলার প্রতিনিধি ও তাদের সমর্থকরা।তারা আরও জানান, শুধু তাই নয়, অপরাপর অন্য আরও ৩টি গাড়িকে আটক করে হুমকী দেয় হয়। এ ঘটনার জের ধরে গত শুক্রবার রাত থেকে রাজধানী ঢাকায় যাতায়াতকারী নাইট কোচসহ সব ধরণের বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা।নালিতাবাড়ী বাস-কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন জানান, ফারিয়ার খেলার সাথে শ্রমিকদের কোন সম্পৃক্ততা নেই। অথচ ওই জের ধরে নকলায় আমাদের শ্রমিকদের আটকে মারধর করা হয়েছে। কাজেই এ ঘটনায় আমরা নিরাপত্তাহীন। এর সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত শ্রমিকরা গাড়ি চালাবে না।বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দত্ত জানান, ফারিয়ার ফুটবল খেলাকে কেন্দ্র করে বাস শ্রমিকদের মারধরের ঘটনা ন্যাক্কারজনক।ফারিয়া নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক নিয়ামুল কবীর মানিক জানান, এ ঘটনায় বাস শ্রমিকদের মারধর করায় আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি। আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।
Advertisement