টানা তিন ম্যাচ জয়ের পর ড্রয়ের স্বাদ পেল চেলসি। ঘরের মাঠে তারা আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
Advertisement
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই ছন্ন ছাড়া হয়ে খেলতে থাকে চেলসি। এ সুযোগে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় প্রথম চার ম্যাচের দুটিতে হারা আর্সেনাল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। গোলের সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে আসপিলিকুয়েতা ও লুইসকে কাটিয়ে অ্যারন র্যা মজির নেওয়া শট পোস্টে লাগলে হতাশ হয় সফরকারীরা।
ম্যাচের ৮৭ মিনিটে বসনিয়ার ডিফেন্ডার সেয়াদ কোলাশিনাচকে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাভিদ লুইস। বাকি সময়ে এক জন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগাতে পারেননি আর্সেনাল। ফলে ড্রয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
Advertisement
এমআর/আরআইপি