আন্তর্জাতিক

চুক্তি আধুনিকীকরণে সম্মত ইইউ ও মেক্সিকো

ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো তাদের ১৫ বছরের পুরনো অবাধ বাণিজ্য চুক্তি আধুনিকীকরণে সম্মত হয়েছে। শুক্রবার ব্রাসেলসে মেক্সিকান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়োতো ও ইউরোপীয় ইউনিয়ন প্রধান ডোনাল্ড টাস্ক এক বৈঠকে বাণিজ্য চুক্তি আরো উদারীকরণে আলোচনা শুরু করতে সম্মত হন।বৈঠক শেষে পেনা নিয়োতো এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের বাণিজ্য চুক্তিকে বর্তমান বিশ্ব অর্থনীতির উপযোগী করে তুলতে হবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে হবে।তিনি আরো বলেন, অথনৈতিক শক্তিধর হিসেবে ইইউ ও উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে মেক্সিকোর বর্তমান অবস্থার আলোকে ২০০০ সালের চুক্তিটির আধুনিকীকরণ দরকার। মেক্সিকো ২০০৮ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত অংশীদার। অপরিশোধিত তেল উৎপাদনে এটি বিশ্বের অষ্টম দেশ।এসএইচএস/আরআই

Advertisement