মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী ও পুলিশের বর্বরোচিত হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, গণধর্ষণ এবং গণহত্যার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) মিলান শহরের পরতায় বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
Advertisement
এসময় উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করেন এবং জগণ্য এ নির্যাতন বন্ধের দাবি জানান। এছাড়া রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও অমানুষিক নির্যাতন করে দেশান্তরিত করারও বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় বিক্ষোভ মিছিলে। অন্যদিকে তাদের নাগরিক অধিকার নিশ্চিতকরণে নিরাপদ অঞ্চল গঠন করে ফিরিয়ে নেয়ার দাবি জানানো হয়।
মিলানের ইসলামিক সংগঠন কাইয়ুমের উদ্যোগে সমাবেশে প্রায় ১৫টি দেশের প্রবাসী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি মিলানের পিয়াচ্ছা পরতা ভেনিসিয়া থেকে শুরু হয়ে সেন্ট্রাল স্টেশনে এসে শেষ হয়।
জেএইচ
Advertisement