দেশজুড়ে

বরিশালে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ নৌ-রুটে ছোট লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে ৬৫ ফুট নিচের অভ্যন্তরীণ নদী পথে চলাচল করা তিনটি লঞ্চ নৌ-বন্দরে নোঙ্গর করে রাখা হয়েছে। তবে বরিশাল-ঢাকা নৌ-রুটে এবং অভ্যন্তরীণ রুটে অন্য লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।আবহাওয়া অধিদফতরের দুই নম্বর সতর্কতা সংকেতের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ নিষেধাজ্ঞা আরোপ করে।বরিশাল নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার জানান, বৈরী আবহাওয়ার কারণে ছোট তিনটি লঞ্চ ছাড়তে নিষেধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহমুদুল ইসলাম জানান, মৌসুমী বায়ুর প্রভাবে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়া পাশাপাশি ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে। এজন্য নদীপথে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সাইফ আমীন/এসএস/আরআই

Advertisement