আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় মার্সের প্রকোপ বাড়ছে : ডব্লিউএইচও

দক্ষিণ কোরিয়ায় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোমের (মার্স) প্রকোপ ব্যাপক ও জটিল আকার ধারণ করেছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)। শনিবার রাজধানী সিউলের দক্ষিণে সেজং শহরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডব্লিউএইচও-র সহকারী মহাপরিচালক কেইজি ফুকুদা। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ১৩৮ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন এবং এদের মধ্যে ১৪ জন মারা গেছেন।  মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসার পর ২০ মে এক ব্যবসায়ীর শরীরে প্রথম ভাইরাসটি ধরা পড়ে। ২০১২ সালে সৌদি আরবে প্রথমবারের মতো মানুষের শরীরে ভাইরাসটি ধরা পড়ে। সৌদি আরবের বাইরে দক্ষিণ কোরিয়াতেই ভাইরাসটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে।এসকেডি/বিএ/এমএস

Advertisement