ক্যাম্পাস

শেকৃবি এলাকায় ফুটপাতে দোকান, ভোগান্তিতে পথচারীরা

খানাখন্দে ভরপুর রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট। এর সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট। ভোগান্তির যেন শেষ নেই। শেরেবাংলা নগরের কলেজ গেটে ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় ৫০টি দোকান। ফুটপাত ছাড়াও রাস্তার অনেকখানি জায়গাও এসব দোকানদার বা হকাররা দখল করে রেখেছেন।

Advertisement

স্থানীয়রা জানান, কাঠ, প্লাস্টিক বা টিনের ছাউনিতে তৈরি এসব দোকানপাট এ বছরের শুরুতে উচ্ছেদ করা হলেও কয়েক মাস পর সেগুলো আবার স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস বলেন, আমরা দ্রুত এসব অবৈধ দোকান তুলে দেব। আমার এলাকায় ফুটপাতে কোনো অবৈধ দোকান থাকবে না। এর আগেও আমরা এসব দোকান উচ্ছেদ করেছি। পরে আবার বসেছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় কিডনি হাসপাতাল, জাতীয় মানসিক হাসপাতালসহ সরকারি ও বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায়। তাই সঙ্গত কারণেই এই এলাকায় লোক চলাচল তুলনামূলকভাবে বেশি। ফুটপাতের এসব দোকানপাটের কারণে পথচারীরা চলাফেরার সময় নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হওয়ার কথাও শোনা যায়।

Advertisement

স্থানীয় এক পথচারী বলেন, ফুটপাতে হাঁটাচলার জায়গা নেই। তাই বাধ্য হয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাফেরা করি।

সেখানকার এক দোকানি বলেন, আমরা গরিব মানুষ। পেটের ভাত জুটানোর জন্যই আমরা আবার দোকান বসিয়েছি।

একাধিক দোকানি জানান, পাহারা দেয়ার জন্য প্রতিদিন ৫০ টাকা করে পুলিশকে দিতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, আমরা পূর্ব হতেই এখানে এভাবে ব্যবসা করছি। এ জন্য কারও কাছ থেকে অনুমতির প্রয়োজন হয় না।

Advertisement

কেউ কেউ হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে স্থান নির্ধারণের মধ্য দিয়ে ‘মিনি বাজার’ নির্মাণ করার পরামর্শও দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ইরান এ ব্যাপারে বলেন, শিগগিরই আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। পর্যাপ্ত জায়গা না থাকায় বাজার নির্মাণে সমস্যা দেখা দিতে পারে।

বিএ/জেআইএম