খেলাধুলা

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দল পেল যারা

আইকন প্লেয়ার ও ধরে রাখা আগেরবারের তারকাদের বাদ দিয়ে শনিবার শুরু হয় বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। স্থানীয় ১৩৬ আর বিদেশি ২০৮ ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠান শুরু হয়। ড্রাফটের শুরুতেই মোস্তাফিজকে কিনে নেয় রাজশাহী কিংস। এরএর প্রথম রাউন্ডে বাকি ছয়টি দলও একজন করে দেশি খেলোয়াড়কে স্কোয়াডে ভেড়ায়। তৃতীয় রাউন্ডে বিদেশি খেলোয়াড়দের দলে ভেড়ানোর পালা শুরু হয়।

Advertisement

ঢাকা ডায়নামাইটস: আবু হায়দার রনি, জহুরুল ইসলাম অমি, নাদীফ চৌধুরী, সাকলাইন সজীব, জো ডেনলি (ইংল্যান্ড), সৈয়দ খালেদ আহমেদ, মোঃ সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম, আকিল হোসেইন (ওয়েস্ট ইন্ডিজ)।

চিটাগং ভাইকিংস: সানজামুল ইসলাম,মোহাম্মদ আল-আমিন, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), ইরফান শুকুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত, লেইস রেইস (ইংল্যান্ড)।

রাজশাহী কিংস: মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদুজ্জামান, রনি তালুকদার, উসামা মির (পাকিস্তান), হোসেইন আলি, নাঈম ইসলাম জুনিয়র, কাজি অনিক, রেজা আলি দার (পাকিস্তান)।

Advertisement

সিলেট সিক্সার্স: আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন তান্না, মোহাম্মদ শরিফুল্লাহ, গোলাম মোদাসসর খান (পাকিস্তান)।

খুলনা টাইটান্স: নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরী রাহী, আফিফ হোসেন, শিহান জয়সুরিয়া, ইয়াসির আলি চৌধুরী, ধীমান ঘোষ, সাইফ হাসান, জোফরা আর্চার (ইংল্যান্ড)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মোহাম্মদ আল-আমিন হোসেন, আরাফাত সানী, অলক কাপালী, মেহেদী হাসান, সোলেমান মির (জিম্বাবুয়ে)।

রংপুর রাইডার্স: শাহরিয়ার নাফিস আহমেদ, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, স্যাম হেইন, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেইন, মোঃ ইলিয়াস, নাহিদুল ইসলাম, সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), জহির খান (আফগানিস্তান)।

Advertisement

এআরবি/এমআর/জেআইএম