খেলাধুলা

পাঁচ পরিবর্তন নিয়ে ব্রাজিল দল ঘোষণা

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে ব্রাজিলের। তাই বাছাই পর্বের শেষ দুটি ম্যাচকে সামনে রেখে বড় ধরনের পরিবর্তন এনে দল ঘোষণা করেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে নতুন করে জায়গা করে নিয়েছেন পাঁচজন।

Advertisement

শাখতার দোনেৎস্কের মিডফিল্ডার ফ্রেড এবং ম্যানচেস্টার সিটির দানিলো জায়গা করে নিয়েছেন তিতের স্কোয়াডে। এছাড়া বিস্ময়করভাবে ফ্লেমেঙ্গোর মিডফিল্ডার ডিয়েগো ব্রাজিল দলে ডাক পেয়েছেন। ৩২ বছর বয়সী ডিয়েগো তারদেল্লিকেও ডেকেছেন তিতে। আর বাদ পড়েছেন তাইসন, রদ্রিগো কাইয়ো, ফাগনার, গুইলিয়ানো ও লুয়ান। তবে নেইমার, ফিলিপে কুতিনহো, মার্সেলো এবং উইলিয়ানের মতো তারকা খেলোয়াড়রা যথারীতি স্কোয়াডে রয়েছেন।

আগামী ৫ অক্টোবর লাপাজে স্বাগতিক বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ তারিখে ঘরের মাঠে চিলিকে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আতিথ্য দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিল স্কোয়াড:গোলরক্ষক: অ্যালিসন, ক্যাসিও ও এডারসন।ডিফেন্ডার: মার্কুইনোস, মিরান্দা, থিয়াগো সিলভা, জেমারসন, দানি আলভেজ, দানিলো, মার্সেলো, ফিলিপে লুইসমিডফিল্ডার: ফ্রেড, আর্থার, দিয়েগো, কাসেমিরো, ফার্নান্দিনহো, পাওলিনহো, রেনাতো অগাস্তো, ফিলিপে কৌতিনহো, উইলিয়ানফরোয়ার্ড: দিয়েগো তারদেল্লি, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনো

Advertisement

এমআর/এমএস