খেলাধুলা

মুশফিকের একান্ত অনুরোধ

দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ব্যস্ত টাইগাররা। সকালেই দলের নতুন ম্যানেজার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও তিন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, লিটন দাস ঢাকা ত্যাগ করেন। আর টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। তিনি দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে দলের অবস্থা নিয়ে কথা বলেন।

Advertisement

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর বের হয়ে যাওয়ার আগে, মুশফিক হাত তুলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার একটা ছোট্ট অনুরোধ আছে। অনুরোধ করতে গিয়ে টেস্ট অধিনায়ক বলেন, ‘আমার একটা অনুরোধ ছিল যে, খেলোয়াড়রা সবাই চায় ভালো খেলতে। কিন্তু আপনাদের কাছে আমার একটা ব্যক্তিগত অনুরোধ। রিসেন্টলি ৩/৪ জন ক্রিকেটার সৌম্য, ইমরুল আর সাব্বিরকে নিয়ে এত কথা হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করবো, খেলোয়াড়দের নিয়ে কথা হতেই পারে। তবে ওদের নিয়ে অপ্রয়োজনীয় কোন কথা বলে চাপে ফেলবেন না। ওদের কমফোর্টজন থেকে সরিয়ে নিবেন না।’

এরা যদি বাদ পরে তবে দলেরই ক্ষতি হবে বলে জানিয়ে মুশফিক আরও বলেন, ‘দিনের শেষে ওরা যদি ভাল করতে না পেরে দল থেকে বের হয়ে যায় তবে বাংলাদেশ দলই ক্ষতিগ্রস্ত হবে। এতে আমারও কোন লাভ নাই, কারোরই কোন লাভ নাই। বাংলাদেশ দলের ক্ষতি।’

এদের রিপ্লেস পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, ‘আমি বলবো, এরা যারা আছে এদের রিপ্লেস পেতে অনেক সময় লাগবে। আপনারাও জানেন আন্তর্জাতিক ক্রিকেট কতটা কঠিন।’

Advertisement

তাই সমালোচোনা করে অস্বস্তিতে না ফেলতে অনুরোধ করেন মুশফিক। তিনি বলেন, ‘আপনারা অবশ্যই সমালোচোনা করবেন। তবে এমনভাবে করবেন না যাতে তারা অস্বস্তিতে থাকে।’

এমএএন/এমআর/এমএস