বিনোদন

ওস্তাদের পরিচালনায় অভিনয় শেখার কোর্স করছেন সাইমন

চিত্রতারকা সাইমন সাদিক অভিনয়ে আরো দক্ষ হতে নতুন উদ্যোগ নিয়েছেন। তার নতুন ভাবনা অভিনয়কে ঘিরেই। যার জন্য অভিনয়ের খুঁটিনাটি প্রশিক্ষণ নিতে ভর্তি হচ্ছেন রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটিতে।

Advertisement

আর সেখানে চালু হওয়া অভিনয়ের কোর্সটি পরিচালনা করছেন সাইমন সাদিকের ওস্তাদ গুণী নির্মাতা জাকির হোসেন রাজু। এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে পা রেখেছিলেন সাইমন। আবার এই নির্মাতার তত্ত্বাবধানেই নিজেকে অভিনয়ে আরও সমৃদ্ধ করতে নিতে যাচ্ছেন অভিনয়ের উপর হাতে কলমের শিক্ষা।

অভিনয়ের উপর প্রথমবারের মতো অভিনয়ের উপর স্বলমেয়াদী কোর্স চালু করেছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেশনেই ভর্তি হতে যাচ্ছেন সাইমন। এ প্রসঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন ‘পোড়ামন’ ছবির এই নায়ক।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে অভিনয়ের উপর শর্ট কোর্স চালু করলো গ্রিন ইউনিভার্সিটি। এটি পরিচালনা করবেন নন্দিত নির্মাতা এবং আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার। এখানে গাজী রাকায়েত ভাই, পূর্ণিমা আপা, ফেরদৌস ভাইদের মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা অভিনয়ের নানা বিষয়ের উপর শিক্ষা দেবেন।’

Advertisement

সাইমন লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত আমি। তবে আমি মনে করি শিক্ষার কোনো শেষ নেই, জানার কোনো সীমারেখা নেই। অভিনয়ে নিজেকে আরও সমৃদ্ধ করতে সার্টিফিকেট কোর্স ইন অ্যাকটিং, গ্রিন ইউনিভার্সিটিতে আমিও ভর্তি হতে যাচ্ছি। আগামী মঙ্গলবার এডমিশন নেবো। আশা করছি অভিনয়ের বরেণ্য মানুষদের সাহচর্যে অনেক কিছু শিখবো, জানবো।’

এদিকে জাকির হোসেন রাজু বলেন, ‘সাইমন এই প্রজন্মের নায়কদের মধ্যে আলোচিত ও জনপ্রিয়। আমাকে সে অনেক সম্মান করে। আমিও তাকে পছন্দ করি। আমার পরিচালনায় অভিনয়ের কোর্সটিতে ওর ভর্তি হবার আগ্রহ দেখে আমি খুব আনন্দিত হয়েছি। দেশের প্রতিষ্ঠিত একজন অভিনয়শিল্পী হয়েও তার শিক্ষার মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। সাইমনকে দেখে আরও অনেকেই উৎসাহী হবেন বলে বিশ্বাস আমার।’

এনই/এলএ

Advertisement