দেশজুড়ে

আহত রোহিঙ্গাদের জন্য রামুতে বৌদ্ধদের রক্তদান

মিয়ানমারে সামরিক জান্তাদের নিপীড়নের শিকার এবং কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত রোহিঙ্গাদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে রামু বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পুরাকীর্তি সংরক্ষণ পরিষদ।

Advertisement

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি বৌদ্ধ ধর্মীয় গুরু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয় শুক্রবার সকালে রামু কেন্দ্রীয় সীমা বিহারে এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক ভিক্ষু শ্রীমৎ প্রজ্ঞাসার ভিক্ষু ও কেডিএস গ্রুপের এক্সিকিউটিভ অফিসার মো. মহিন উদ্দীনের (মাহিন) রক্তদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রক্ত সংগ্রহে সার্বিক দায়িত্ব পালন করেন কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট।

Advertisement

এফএ/এমএস