রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন ইসকো। এর চুক্তির ফলে আগামী ২০২২ সালের জুন পর্যন্ত বার্নাব্যুতে থাকবেন স্পেনের এই মিডফিল্ডার।
Advertisement
নতুন চুক্তি অনুযায়ী ইসকো প্রতি মৌসুমে ৬০ লাখ ইউরো পাবেন বলে স্পেনের সংবাদগুলো জানিয়েছে। আর চুক্তিতে রিলিজ ক্লজ ধরা হয়েছে ৭০ কোটি ইউরো।
চলতি বছরই শেষ হয়ে যেত রিয়ালের সঙ্গে ইসকোর পুরনো চুক্তি। স্পেনের এই ফুটবলারকে পেতে আগ্রহী ছিলো রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলো। তবে নতুন চুক্তির পর আর কোন দল হাত বাড়াবে এই মিডফিল্ডারের প্রতি।
উল্লেখ্য, ২০১৩ সালে মালাগা থেকে রিয়ালে নাম লিখানোর পর চার বছরে রিয়ালকে ১০ টি শিরোপা জয়ে অবদান ছিলো এই স্প্যানিশ তরকার।
Advertisement
এমআর/এমএস