আন্তর্জাতিক

লন্ডনে টিউব ট্রেনে বিস্ফোরণ

লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ডিস্ট্রিক্ট লাইন আন্ডারগ্রাউন্ড ট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। খবর বিবিসি।

Advertisement

ট্রেনটির পেছনের দিকে একটি সাদা কন্টেইনারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমের একটি ছবিতে দেখা গেছে, একটি সুপারমার্কেটের ব্যাগের ভেতর একটি সাদা বালতিতে আগুন জ্বলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ঘটনায় তারা বেশ কয়েকজনকে আহত হতে দেখেছেন। এর মধ্যে অন্তত একজন মুখে আঘাত পেয়েছেন।

রাজধানীর ফুলহাম এলাকায় পারসন্স গ্রিন স্টেশনে সতর্ক করার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে তাদের টীমের সদস্যদের পাঠিয়েছেন।

Advertisement

অ্যালেক্স লিটলফিল্ড (২৪) নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি পার্স পারসন্স গ্রিন টিউব স্টেশনের কাছ দিয়ে যাচ্ছিলেন। সে সময় তিনি প্লাটফর্মে লোকজনকে ছুটোছুটি করতে দেখেছেন। তারা খুব বিসন্ন ছিল। তিনি সেখানে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের লোকজনকেও দেখেছেন বলে জানিয়েছেন।

টিটিএন/পিআর