বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়ে আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা প্রশাসক যা করেছে তা অত্যন্ত নিন্দনীয়। তারা (আওয়ামীলীগ) যে কায়দায় বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতন করছে ঠিক একই কায়দায় কক্সবাজারে বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়েছে।
Advertisement
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সাবেক বিরোধী দলের এই চিফ হুইফ বলেন, রোহিঙ্গারা বিভিন্ন ধরনের নির্যাতনে শিকার হচ্ছেন। তাই আমাদের দাবি রোহিঙ্গাদের খাদ্য, নিরাপত্তা, বাসস্থান নিশ্চিত করার জন্য সর্বদলীয় বৈঠক আয়োজন করা হোক।
আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা খানমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, রফিক শিকদার, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
Advertisement
এএস/এআর/এনএফ/এমএস