জাতীয়

মঙ্গলবার শুরু হচ্ছে ডিসি সম্মেলন

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনের সমাপনি অনুষ্ঠান বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হবে।  সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সমস্যা সমাধনের জন্য বিভিন্ন প্রস্তাবনা নিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে।  এ সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনের প্রধানরা তাদের সমস্যা নিয়ে সরাসরি সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে আলোচনার সুযোগ পাবেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারে সঙ্গে সরাসরি তাদের সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করতে পারবেন ডিসিরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের প্রশাসন পরিচালনায় দিক নির্দেশনাও দেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার পাঁচটি, বুধবার আটটি এবং বৃহস্পতিবার সাতটিসহ মোট ২০টি কার্য অধিবেশন চলবে। এবার সম্মেলনে আলোচনার জন্য স্থান পেয়েছে ৩১৭টি প্রস্তাব।   

Advertisement