তথ্যপ্রযুক্তি

মাত্র ৮ হাজার টাকায় আইফোন!

আইফোনের দশ বছর পূর্তি উপলক্ষে অ্যাপল চমক হিসেবে গত ১২ সেপ্টেম্বর বিশেষ আইফোন টেন (আইফোন এক্স) উন্মোচন করে। অ্যাপলের ফোনগুলোর মধ্যে এই আইফোনটি সবচেয়ে ব্যয়বহুল বলা হচ্ছিল। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি একটি চাইনিজ কোম্পানি আইফোন টেন-এর মতো একটি ক্লোন ফোন তৈরি করেছে। ফোনটি দেখতে হুবহু আইফোন টেন-এর মতো। ফোনটির দাম মাত্র বাংলাদেশি টাকায় পড়বে ৮ হাজার তিনশ টাকা। খবর ইন্ডিয়া টাইমস।

Advertisement

চাইনিজ কোম্পানির তৈরি ফোনটির নাম গো-ফোন এক্স। আইফোন টেন-এর সব ফিচার এই ফোনটিতে রয়েছে। আইফোন টেন-এর প্রসেসর আর এই ফোনে ব্যবহৃত প্রসেসর প্রায় একইরকম। তাই ফোনটির গতি হবে ঠিক আইফোনের মতো।

গো-ফোন এক্স-এর ডিসপ্লে ৫ দশমিক ৫ ইঞ্চি। ১ জিবি র‌্যাম, ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি। ফোনটির ক্যামেরা অনেক উচ্চক্ষমতা সম্পন্ন। ফলে ছবি হবে ঝকঝকে।

গো-ফোনটিতে সেলফিও হবে আকর্ষণীয়। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং পিছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এছাড়া ফোনটিতে বিশেষ ধরনের একটি চিপ ব্যবহার করা হয়েছে ফলে ফোনটি থাকবে সুরক্ষিত।

Advertisement

কম টাকায় আইফোন ব্যবহারের স্বাদ পেতে বাজারে এই ফোনটির বিকল্প নেই বলে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে।

এআরএস/এমএস