খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৪৬/৩

নাসির হোসেন ক্যাচটা মিস না করলে দিনটা অন্যরকম হতে পারত বাংলাদেশের। টেস্ট ক্রিকেটের দেওয়াল খ্যাত চন্দরপল ব্যক্তিগত ২ রানে জীবন পেয়ে দিন শেষে অপরাজিত আছেন ৩৪ রানে। চন্দরপল চাইলে নাসিরকে একটা ধন্যবাদ দিতেই পারেন। শুধু চন্দরপলের ক্যাচ নয়, এডওয়ার্ডের ক্যাচও ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। যদিও ১৬ রানের মাথায় সাজঘরে ফিরিয়েছেন তাকে মাহমুদ উল্লাহ রিয়াদ। জীবন পেয়ে আরও ১২ রান যোগ করেছেন তিনি।দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেট হারিয়ে করেছেন ২৪৬ রান। ক্রিজে অপরাজিত আছেন শিব নারায়ণ চন্দরপল ৩৪ ও ড্যারেন ব্রাভো ৪৪ রানে।প্রথম উইকেট তুলে নিতে বাংলাদেশের বোলারদের অপেক্ষা করতে হয়েছে ৪৯.৫ ওভার পর্যন্ত। শফিউল ইসলাম প্রথম ব্রেকথ্রো এনে দেন ব্রার্থহোয়াইটকে সাজঘরে ফিরিয়ে। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্রার্থহোয়াইট দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬৩ রান করে পয়েন্টে তাইজুলকে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন। ২ রান পর আবারও আঘাত হানেন তাইজুল ইসলাম। অভিষিক্ত লিওন জনসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করান গত টেস্টে ৫ উইকেট নেওয়া তাইজুল ইসলাম। তার আগে অবশ্য ক্যারিয়ারের প্রথম টেস্টে খেলতে নেমেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। রবিউলের বলে সিঙ্গেল নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের নতুন এই তুর্কি। শেষ অবদি ৬৬ রান করে আউট হয়েছেন।সংক্ষিপ্ত স্কোর :ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৪৬/৩, ৯০ ওভার (লিওন জনসন ৬৬, ব্রার্থহোয়াইট ৬৩, ব্রাভো ৪৪, চন্দরপল ৩৪; শফিউল ইসলাম ১/৩৭, মাহমুদ উল্লাহ ১/২৫, তাইজুল ইসলাম ১/৭৯)

Advertisement