ভারতের রাজস্থানে একটি বাস বিদ্যুতের তারে জড়িয়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এছাড়া একই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
জানা যায়, ভারতের রাজস্থানে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি বাস বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এ সময় অন্তত ২৫ জন নিহত হয়। ওই বাসের অধিকাংশ আরোহী ছিলেন পাচিভার গ্রামের। তারা বাসে করে দল বেঁধে এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া জানায়, বাসটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আরোহীরাও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ কারণে কারও পক্ষেই বেরিয়ে আসা সম্ভব হয়নি। তার ছিঁড়ে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের একটি অংশ প্রাণে বেঁচে যান। তবে কী কারণে বিদ্যুতের তার ছিড়ে পড়েছে তা জানা যায়নি।
পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইটারে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। হতাহতদের রাজ্যের পক্ষ দ্রুত সহযোগিতার কথাও বলেছেন তিনি। সূত্র-এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া
Advertisement
আরএস